আমার কাছে কোনো
আসল কথা নেই।
আছে  সব নকল কথা।
তুমি  শুনতে চাইলে শোনো,
নাহলে শুনোনা।


আমি তোমার সাথে বসে
আকাশের সব তাঁরা গুনবো।


তুমি ----- তুমি  শুধু  বসে সপ্তর্ষী মন্ডল দেখবে।
তুমি গুনতে চাইলে গুনো,
নাহলে গুনোনা।


আমি  সারারাত  বারান্দার এক কোনে বসে চা পান করবো আর চাঁদ  দেখবো।


আর জোছনা স্নাত হবো।
তুমি কি থাকবে আামার সাথে?


থাকতে চাইলে থাকো,
নাহলে চলে যাও।


আমি স্বপ্ন বুনবো সাররাত ধরে।
তুমি বুনবে?
বুনতে চাইলে বোনো নাহলে
চলে যাও।


আমি তোমাকে আটকাবোনা।
কারণ  আমার কাছে
সব নকল কথা
কোনো আসল কথা নেই।