মুন্নি শেখ


আমার রক্তনদীতে
পালতুলে নৌকা বেয়ে যাও
আমি কিছু  বলবোনা।


আমার চোখ বেয়ে
পাহাড় ছুঁয়ে যাওয়া
ঝর্ণার জলে তুমি
আনন্দ স্নান করো
আমি কিছু বলবো না।


কতটা পাহাড় চাপা দিলে
তোমার শান্তি হবে
আমি জানিনা।


আমার কষ্টগুলো
তোমাকে ছুঁক,
আমি চাইনা।


তারপরেও আমি
তোমাকে চাই,
আমার কল্পলোকে।


আমি যে কষ্ট আর
নিতে পারিনা।


এতো বড়ো পৃথিবীতে
আমাকেই তোমার
চোখে পারলো!


বেছে নিয়েছিলে
আমাকে কষ্ট
দেয়া যাবে ভেবে!


তোমার কাছে এমন কোনো
পরিমাণ করার যন্ত্র নেই
যা আমার কষ্ট পরিমাপ
করতে পারে।


আমাকে অপদস্ত করার জন্য
অনেক নাটক করেছো।


গল্প  সাজিয়েছো
একটা নষ্ট মেয়েকে নিয়ে।


কাঁটা ঘায়ে নুনের ছিটা
ভীষণ সুন্দর নিখুঁত
করে লাগিয়েছিলে।


এমন কোনো রাত নাই
যে আমার চোখের পানি পরেনা।


এমন কেনো দিন নাই যে,
তোমার দেয়া কষ্ট  আমাকে
কুরে কুরে খায়না।


মনে করলেই  শিউরে উঠি।
এতো বড়ো ধোঁকা!
এতো বড়ো মিথ্যা  অভিনয়!


এতোটুকু ভাবনি
আমার কতটুকু
রক্তক্ষরণ হচ্ছিল !


যদি দেখাতে পারতাম,
তাহলে বুঝতে,
কতো ঝর্ণার জল
সেখানে থৈথৈ করছে।


বিশ্বাস না হয় তো
আমার মন কে
জিজ্ঞেস করো
সে মিথ্যা বলেনা।


আমার চোখকে বলো
সে মিথ্যা কাঁদেনা।


কষ্টগুলো এতো  
তাড়িয়ে নিয়ে বেড়ায় কেনো?


তাহলে কি আমি
বেশি ভালোবেসেছিলাম!!


যে ভালোবাসায়
কোনো অবিশ্বাসের
ছোঁয়া  ছিলোনা।


এখন আমি আমার
চোখের  জলকে
অনেক ভয় পাই।


কারন তা তোমাকে
যেনো না স্পর্শ করে।