প্রিয়তমা, প্রতিটি মুহুর্ত তোমাকে
বিরামহীন ভাবে পাগলের মত ভালবেসেছি
তোমার মুখ থেকে ভালবাসি কথাটি
শোনার আশায়,
প্রতিদানে পেলাম যন্ত্রনার পাহাড়
যা আমাকে সব সময় চোখের জলে বাসায়।
যদি পাথরের কাছে ভালবাসা চাইতাম
পাথর কখনো ফিরিয়ে দিতনা
যেভাবে প্রিয়া ফিরিয়ে দিল আমায়।
২৯ শে আগষ্ট ভালবাসার শেষ পরীক্ষা
ভালবাসি কথাটি শোনার আশা পুরন হলনা
চলে গেলে চিরতরে, আমার সকল স্বপ্ন ভেঙে
চুরমার করে।
প্রিয়তমা,তোমার কাছে একটাই চাওয়া
এ দেহে প্রান থাকতে ভালবাসি
কথাটি শুনতে পাইনি
মৃত্যুর পর আমার সমাধীর পাশে অন্তত
একটি ফুল দিয়ে বলিও
আমি তোমাকে ভালবাসি।