একদিন তুমি অবশ্যই বুঝবে
যখন আমি থাকব না,
স্মৃতির অতল তলে হারিয়ে যাব
ফিরে আর আসব না।


ঘুনে ধরা বস্তুুর মত খেয়ে খেয়ে
আমার হৃদয়কে করেছ ছার খার,
একদিন তুমি বুঝবে,
দিশেহারা হয়ে আমাকে খুঁজবে বার বার।


মেহেদী হাতে লাল শাড়ী পড়ে
করেছ বাসর,
অবহেলিত হতভাগার ভালবাসাকে তুমি
দিয়েছ কবর।


এখন তুমি বুঝবেনা - ঠিক-ই,
তবে বুঝবে একদিন।
মৃত্যু যখন ডাকদিবে আমায়,
তুমি বুঝবে সেইদিন।