এখন আর তোকে নিয়ে বিন্দু মাত্রও ভাবিনা,
আঁকিনা কোন ছবি আর হৃদয়ের তুলিতে
আমি তোকে সত্যি ভুলে যেতে চাই
কেন পারিনা তোকে ভুলিতে।
হৃদয়টাকে কাচের মত ভেঙে চৌচির করে দিয়েছ
কোন প্রতিবাদ করতে পারিনি
স্থান দিয়াছি যে তোকে হৃদয়ের গলিতে
আমি তোকে সত্যিই ভুলে যেতে চাই
কেন পারিনা তোকে ভুলিতে।
হৃদয় উজার করে তোকে ভালবেসেছিলাম
আমার মনের রাজ্যের রানী বানাব বলে
প্রতিদানে কত যন্ত্রনা যে দিলে আমায়,
যা মুখে পারিনা আমি বলিতে
আমি সত্যিই তোকে ভুলে যেতে চাইরে প্রিয়া
কেন যে পারিনা তোকে ভুলিতে।
২৯ শে আগষ্ট আমার রেজাল্ট ঘোষনার দিন
আমি ফ্যাল, তুমি পাশ, মেহেদী রাঙা হাতে
ফুলের মালা পরিয়ে দিলে অন্যের গলেতে
আমি সত্যিই তোকে ভুলে যেতে চাইরে প্রিয়া
কেন যে পারিনা তোকে ভুলিতে।
জীবন যুদ্ধে আজ আমি বড়ই ক্লান্ত
নীড় হারা পাখীর মত গতিহীন,স্পৃহাহীন
পারিনা সেই আগের মত উদ্যম গতিতে চলিতে
আমি সত্যিই তোকে ভুলে যেতে চাইরে প্রিয়া
কেন যে পারিনা তোকে ভুলিতে।