আমি সেই মেয়েটিকেই ভালবেসেছিলাম
যার নাম ছিল মলি
তাকে দেখলেই আমার মনে হত যেন
তাজা গোলাপের কলি।
চোখ দুটো তার আকাশের ঝলমলে তারা
ঠোঁট দুটো টুকটুকে লাল
মুখটি তাহার অমায়িক মায়াবী
কোমল তুলতুলে তার গাল।
দাঁত গুলো যেন তার হিরের মত
ঝকঝক করে
ইচ্ছে করে আমার জীবনটাই বিলিয়ে দেই
সেই মেয়েটির তরে।
নাকটি তাহার দেখলেই মনে হয়
শিল্পীর কারুকাজ
বিধাতা যেন নিজের হাতে তাকে
করে দিয়েছেন সাজ।
চুল গুলো তার অমানিশার অন্ধকারের মত
কুচকুচে কালো
এমন মেয়েটিকেই আমার কাছে সবচেয়ে
বেশি লেগেছিল ভাল।
হাত দুটো তার দেখলেই মনে হয়
যেন পরীদের পাখা
সেই মেয়েটির ছবি আমার হৃদয়ে
চিরদিন থাকবে আঁকা।
রাঙা দুটি পায়ে যখনি শুনি নুপুরের
রিমঝিম শব্দ
সেই শব্দ শুনে আমার পাগল মন
হয়ে যায় যেন মুগ্ধ।