অবহেলার এক প্রান্তরে
জন্মেছি এক দুঃখীর ঘরে
কেউ আমাকে দেখতে পারেনা
গরীব বলে করে শুধু অবহেলা।


বেদনায় জর্জরিত, ভারাক্রান্ত মন নিয়ে
অঝোরে কাঁদি সারা বেলা
দুঃখের অতল গর্ভে আমি নিমজ্জিত
সবাই আমাকে করে শুধু অবহেলা।


বিশ্বাস করে বুকের ভিতর
যাকে নিয়ে স্বপ্ন বুনেছি
অবহেলার পাত্রই আমি তার কাছে ছিলাম
প্রতিটি মুহুর্তে অঝোরে কেঁদেছি।


প্রিয়াকে জীবন দিয়ে ভালবেসেছিলাম
সারা জীবন যেন আমার পাশে থাকে
অবহেলা করে চলে গেল সে চির তরে
আমাকে ফেলে দিল ডাষ্টবিনের ফাঁকে।


অবহেলার মাঝে বেঁচে আছি
প্রিয়ার দেয়া স্মৃতি টুকু নিয়ে বুকে
চলে গেছো যন্ত্রনার পাহাড় উপহার দিয়ে
শ্রাবনের ধারা ঝরে দুটি চোখে।


ধন-সম্পদ রাজ প্রাসাদ কিছুই চাইনি
শুধু একটু ভালবাসা চেয়েছিলাম
প্রতিদানে প্রিয়ার কাছ থেকে
শুধু অবহেলাই পেয়ে গেলাম।


২৯ শে আগষ্ট তোমার দেয়া
অবহেলা ঘোষনার দিন
এ দিনই তুমি চলে গেলে নিঃস্ব করে
ফিরে আর আসোনি কোন দিন।


অবহেলার এক প্রান্তরে
জীবন চলে দুঃখীর বেসে
কেউ আমাকে দেখতে পারেনা
গরীব বলে করে শুধু অবহেলা।