ব্যর্থ জীবন আজ করুন অবহেলিত
তোমার দেওয়া দুঃখে জর্জরিত এই জীবন
জীবনে সুখ বলে কিছু নেই
হৃদয়ের কথা হৃদয়ে থেকে যায়
তুমি বুঝলে না
আমার মনে কত দুঃখ।
তোমার দেওয়া দুঃখে
প্রানে অনন্ত আগুন জ্বলে
এক মুহুর্তের জন্যেও
হৃদয়ে শান্তি আসে না
দুই নয়নে শুধু তোমার স্মৃতি গুলো মনে পড়ে
শত চেষ্টা করেও অবুঝ মন থেকে
তোমাকে দুরে সরিয়ে রাখতে পারি না
নির্লজ্জ আর অপরাধীর মত
নিজেকে তোমার মাঝে ডুবিয়ে রাখি
তাই মনে আমার অনেক দুঃখ।
তুমি তো মহা সুখে আছো
অন্যের ঘরে
অন্যের বুকে জড়িয়ে তুমি
স্বর্গের সুখ পাচ্ছ
আমাকে সব কিছু নিরবে সহ্য করতে হচ্ছে
তাই মনে আমার অনেক দুঃখ।
রংধনুর মত তুমি নিজেকে সাজিয়ে
অপরকে মুগ্ধ করেছো
মিথ্যা প্রেমের অভিনয় করে
আজ তুমি পাথর হয়ে আছ
মনের ভিতর চাপা কান্না
কেউ দেখতে পারে না
তাই মনে আমার অনেক দুঃখ।