শীতের  দিনে বৃষ্টি সাথে
ঝড়ো হাওয়া বইছে দেখ
কার হুকুমে চলছে এসব
তাকে আজি চিনতে শেখ l


কার ইশারায় দিন আসে যায়
কার ইশারায় চাঁদ হাসে
কার ইশারায় রাতের আঁধার
রোজ সকালে রোদ হাসে ?


কার আদেশে হিমেল হাওয়া
হিমালয়ের হিমেল বায়ু
কার আদেশে জীবন আমার
দিনে রাতে ফুরায় আয়ু ?


কার আদেশে রক্ত শিরায়
কার আদেশে চলে হৃদ
কার আদেশে উড়াল দিবে
তখন সবায় বলবে মৃত l


অনাথ দুখী বৃদ্ধ গরীব
দেখাও প্রভু তাদের সুখ
শক্তি দাওগো দয়াল প্রভু
ভাগ নিতে আজ তাদের দুখ l