ধনের আজি বন্ধু কত
গরীব দুখীর বঞ্চনা
দুখী ভাসে অশ্রু জলে
দেয়না কেহ শান্তনা  l


রাত আধাঁরে কাপছে শীতে
দিনে কত যাতনা
কাজের খোঁজে ধনীর বাড়ি
শোনছে কত গঞ্জনা l


ভুল হলে তার কোন কাজে
সইছে কত লাঞ্চনা
ধনের জোরে সাজছে খোদা
করছে কাহার বন্দনা l


দুখীর দুখে হাসছে ধনী
অপর দুখী শান্তনা
কি হলরে ধরার মাঝে
সুখীর শুধু বন্দনা l