নবী দিবসে নবীর আসা
নবী দিবসে শেষ বিদায়
মিষ্টি খেয়ে হাসলি শুধু
করলি কি তুই হক আদায় ?


নবীর বিদায়ে হাসছিল কে ?
কাঁদছিল কে আজকে বল ?
মিলাদ নামে আত্মহারা
মিছিল নামে নাচের ঢল l


মুসলমানের রক্ত ঝরে
সারা জাহায় দেখলি তুই
বেইমানেরা বন্ধু রে তোর
মুশরেকেরা তোর যে সই l


আসার তারিখ মত যে কত
যাওয়ার তারিখ দ্বিমত নেই
এই তারিখে মিষ্টি কেন ?
তোর যে মুখে হাসির খেই ?


ইমান এনে বাতিল সাথে
তুই যে বড় মাতব্বর
টাকার কাছে ইমান বেচে
আবার হলি স্বার্থপর l


জাগলেরে তুই জাগত জাহা
বাজত শুধু মধুর সুর
রাসুল আমার খুশি হতেন
জ্বলত রে আজ হেরার নুর l