উদিত হল মুক্তি রবি
জুলুম শোষন আঁধার ছাড়ি
দুর আরবের আকাশে
সারা জাহান উঠল জেগে
রুম পারসী উঠল রেগে
ঝির ঝির ঝির বাতাসে ।


সবার ঘরে পৌছল সুবাস
নামটি দিল আল আমিন
যার নামেতে রহম ঝরে
দুর আকাশ আর এই জমিন ।


যার পরশে সব সাহাবী
হয়ে গেল মুক্তা দানা
তাঁর বিরহে পাগল পারা
বলছে কত লিখছে না না  ।


যার সুবাসে বিশ্ব বাগে
উঠল হেসে গোলাপ ফুল
বিশ্বাসী সব উঠল গেয়ে
মাফ চাহিল সকল ভুল ।