অসহায় হায়


        মুন্সি আব্দুল কাদির


অসহায় দেশবাসী কেঁদে কেঁদে বলে
কেন বৃদ্ধরা কান ধরে উঠ বস করে
ট্যাক্স ভ্যাট টাকা দিয়ে তোর বেতন গুন
জাতি আজ কী দেখিল, কী জাল বোন?


তোমাদের দাপটে আছ জাতি অসহায়
লজ্জায় চুল ছিড়ে আর করে হায় হায়
এমুখ দেখাবে কেমন বউ নাতি পুত
তোদের কপালে মারি ক্রোধ ঘৃনা থুত ।


তোমাদের  ঘরে আছে বখসিস  ঘোষ
পেট দায়ে কাজে গেলে কত খোঁজ দোষ
ঘরে নেই চাল ডাল নেই ঘরে নুন
তারপরও পিঠে মার বেত কত গুন।


প্রয়োজনে পায়ে হেঁটে পথ চলি হায়
তোমাদের ভয়ে চলি দেখি ডান বায়
কোন কথা না বলে গায়ে মার বেত
কোন কিছু না শুনেও কর খেত খেত।


তোমরা এ জাতির খাদিম না রাজা
ঘোষ খেয়ে দেশ লুটে হও মোটা তাজা
এই দুর্দিনে তোমাদের কালো কেন হাত
ভেবে দেখি কুল নাই কবে পোহাবে যে রাত।


করোনার ভয়ে পৃথি কাঁপে  থর থর
চেয়ে দেখ এ জাতিও ভয়ে জড়োসড়ো
বল
দিয়েছ কি এ দুর্দিনে কারো মুখে ভাত
কী শিখেছ কী পড়েছ কী তোমারি জাত?


লজ্জায় লজ্জায় মুখ কালো হায়
ওহ বৃদ্ধগন পিতা দাদা ধরি তব পায়
মাফ চাহি ক্ষমা চাহি অসহায় পুত
প্রয়োজনে মোর মুখে ঢেলে দেন থুত।
তারপরও ভুলে যান বুক ভরা দুখ
প্রভু পানে হাত তুলে চান মোর সুখ।