এতিম হয়ে জন্ম নিলেন স্বাধীন হয়ে
মা হালিমার ঘরে নিলেন রহম বয়ে
মা হারিয়ে খোদার তরে রহম ঝরে
বৃদ্ধ দাদা দাদীর ঘরেও রহম পড়ে l


গরীব চাচা চাচী পেল নবীর কদর
সবার কাছে পেলেন নবী কত কদর
রাখাল হয়ে মেষ পালনে দিন চলে যায়
স্বাধীন ভাবে ভাবনা খোদার তাঁকে ভাবায় l


জন্ম থেকে স্বাধীনচেতা স্বাধীন ছিলেন
ভাবনা কেবল রাসুল খোদার ভাবুক ছিলেন
যৌবনেতে একবার তিনি নাচে গেলেন
সেখানেতে ঘুমের ঘরে বন্দি হলেন l
ঘুম ভাঙ্গিল জাগলেন তিনি নাচের শেষে
মহান প্রভু তাকে রাখলেন স্বাধীন বেশে l


পন্কিলতা পাপ কালিমা ছুঁয়নি তবু
কারো কাছে কাবু তিনি হননি কভু
বন্ধু আমার রাসুল খোদার তিনি নবী
তাঁর সুন্নাতের এত্তেবাতে ব্যস্ত সবই
তাঁহার কথা মানলে সদা খোদা মিলে
বাসবে ভাল আল্লাহ রাসুল রহম দিলে l