শীতের বুড়ি হিমেল হাওয়া
রোদ কুয়াশায় বৃষ্টি চাওয়া
ঝির ঝির ঝির বাতাস বয় l


হিমেল হাওয়ায় ঘন খোয়ায়
কৃষক কাঁপে ধানের রোয়ায়
শির শির শির কাঁপন হয় l


খেজুর গাছের মিষ্টি রসে
কাঠ ঠোকরা ঐ নলায় বসে
রাঙা ঠোটে রস সে খায় l


শীতের পাখি আসছে উড়ে
তার ঠিকানা কোন সুদূরে
শীতের শেষে ফিরে যায় l