ওহ
সূর্য  তুমি কঠিন রাগে
আমায় তুমি আগুন দাও
তোমার জ্বালায় গা পুড়ে যায়
তোমার জ্বালায় সব জ্বলে যায়
রাতের ঘুমও কেড়ে নাও l


তোমার রাগে অগ্নি বায়ু
ফুরায় আরাম ফুরায় আয়ু
বাড়াও তোমার তাপ
শান্তি খুঁজি গাছের নিচে
অগ্নি বায়ু সেথায় পিছে
এ কার যে অভিশাপ ?


তোমার রাগে রোগ আসে যে
ডাক্তার মশায় ঐ হাসে যে
এইতো জাতির নসিব
কলম খোঁচায় মারছে টাকা
চশমা চোখে দেখছে বাকা
আছে কত্তো রকম সচিব !