তুমি কি দেখেছো কভু
স্বপ্নের অবসান?
বিস্মৃত রাতের ক্লান্ত প্রহরে
ভাঙনের অভিমান।
তুমি কি ছুঁয়েছো কভু
নীরবে ডুবতে থাকা প্রাণ?
যেখানে শব্দগুলো বোবা হয়ে
গুমড়ে মরে অবিরাম।
তুমি কি শুনেছো কভু
আত্মার নিঃশব্দ চিৎকার?
যেখানে কথা আসে না মুখে,
শুধু কাঁদে চোখের পার।
তুমি কি ধরেছো কভু
শূন্যতার শীতল হাত?
যেখানে আশা হয় নির্বাসিত,
ভাঙে প্রতিটি প্রহর রাত।
তবে কি এটাই শেষ গন্তব্য?
নিভে যাবে সব আলো?
না, অন্ধকার যতই গভীর হোক,
প্রত্যাশার সূর্য উঠবে কালও!