সম্ভব হলে মনে হয় ফিরবে,
কিন্তু বাধা যদি ফিরতে না দেয়?
ভুল থেকেই তো বহুদূর,
নতুন কোন মানুষের সাথে
বয়ে যাচ্ছে অনেকটা পথ।


লুকোচুরি অনেক বেশি পছন্দ
হয়তো বা লুকিয়ে লুকিয়ে
আজও তোমার অপেক্ষা
কিন্তু বলতে নাহি পায়।


সময় টা বড় বেশি অবহেলিত,
বানের জল যেন ভেঙ্গে দিলো
স্বপ্ন বুনা সকল দেহ।


বিলিয়ে দাও উজাড় করে,
চুষে নিবে সিক্ত করে।#মূর্খ্য_মস্তিষ্ক
ভেসে যাবে মেঘের ভেলা,
আঁকড়ে ধরবে শক্ত করে।


অপ্রেমিক যেন প্রেমিকের অভাবে,
সৃষ্টি করেছিলো নতুন কোন ভাবনাতে।
হারিয়ে গেলো কোন না ফেরাতে,
ফেরারি হয়ে অচেনা কোন স্টেশনে।
      
শেষ স্টেশনে থামতেও পারে,
কোন অচেনা প্লাটফর্মে।
অচেনা ভাবে চেনা কোন,
সময়ের কাছে ধরে খেয়ে।
বলতে পারে আমি এসেছি
তুমি গ্রহণ কর-আমাকে গ্রহণ কর।


লেখকঃ মূর্খ্য পাগল
তাং ২৭:১২:২১