★ভালোবাসা নাকি ঘৃণা★


আপন বলতে কোন কিছু নেই,
পৃথিবীর বুকে।
যা কিছু দেখার মাঝে-অবশিষ্ট অ-দেখাতে,
স্বার্থের কাছে রক্ত কথা বলে।
উজাড় করে তুমি যতই দাও না কেন,
একটা সময় সব ফিকে।


ভালোবাসা শুধু মিছে মায়া,
কল্পনার চাদরে।
ঠিক যেন আলেয়া বা মরীচিকার মত।
দূর থেকে দেখতেই সুন্দর,
মাকাল ফলের বাহিরেরটা-ভিতরটা অন্তর।


কার জন্য দেশান্তর-কার জন্য পর?
সব কিছু যেন একলা পথে,
অভিযোগ,অপমান,লাঞ্ছনা,অপবাদের
বোঝা কাঁধে বয়ে চল।


কাকে করবো বিশ্বাস-কাকে দিব মূল্য?
ভালোবাসা নাকি ঘৃণা?


হা হা কার জমা ব্যথা গুলো,
বয়ে চলা পাগল হাওয়া।
বাঁচতে চাই আনন্দ চাই,
চাই একটু ভালোবাসা।
সুযোগ গুলো কাজে লাগিয়ে
করেছে আমায় ব্যবহার।


ঘৃণা করি,ঘৃণা করি,ঘৃণা করি প্রচুর
ভালোবাসা নামক শব্দ লেখা।#মূর্খ্য_মস্তিষ্ক
তার চেয়ে বেশি নিজের মায়া
ধ্বংস করে নিজের দেখা।


          লেখকঃ মূর্খ্য পাগল
          তাং ০২:০৪:২০২২