শিনার মাঝে যে দম আছে!!
নিঃশ্বাসের সাথে সেই শ্বাস,
প্রশ্বাসের কিছুই আমার না।।।


তোর বাহুর মাঝে যখন মিলিত হই,,
তখন পৃথিবীর সুখ আমার কাছে।
তোর স্পর্শ কাতর জায়গা গুলো,,
অচেতন মনে সাগরে হারায়।।।।


চিৎকার গুলো যখন ভেসে আসে,,
নিশ্বাস গুলো তখন ভারি হয়!
শরীর তখন নিথর হয়ে,
সর্বোচ্চ শক্তি খামচি কাটে।।।


পেয়েছি যখন নিজের করে,,
দেখেছি তখন গভীর দৃষ্টিতে!!
মনে হয়েছে আমার ধ্বংস
সৃষ্টি হয়েছি নতুন রূপে।।।


#মূর্খ্য_মস্তিষ্ক
জানি-না আমি কে যে তুই
তোর ছোঁয়াতে হারিয়ে আমি।।।
খুঁজে চলি ঠিকানা বিহীন
গভীর দৃষ্টির তীক্ষ্ণ ছোঁয়া।।।।


        ★আলিঙ্গন★
         লেখকঃ মূর্খ্য পাগল
         তাং ০১/১১/২০২১