যাত্রী তোমার যাত্রা মুবারক
আমি না হয় রাস্তা হয়েই থাকি
আমার বুকের ওপর তোমার কথা
আজ বৃষ্টির সাথে করুক মাখামাখি
থাকুক পাথর হয়ে বিঁধে
তোমার কড়া পড়া পায়ে
থাকুক মেঘের বিষাদ হয়ে
জলে গোলা সিঁদুর হয়ে
কেন...পাওনা দেখতে বুঝি
ওই রবির অস্তরাগ
আজ কেন করনা অপেক্ষা
আকুল সন্ধ্যার সোহাগ
দেখ ..মিশে যাবে সময়জলে
গরল ইচ্ছার আমিষ
যেখানে তুমি আজ দাড়িয়ে
থাকবেনা তার কোনো হদিশ
তাই রাস্তা হওয়াই ভালো
আমি শুরু না আমি শেষ
তোমার যাত্রা তোমায় মুবারক
আমি এই আছি বেশ....