কতদিন দেখেছি মাছরাঙার গল্পটা
রোজ রোদ পোয়াত পৌষের মেজাজে
মাঝে মধ‍্যে সেই জাটিঙ্গা জটিলতায়
আত্মহননের  হরষিত ভনিতায়
টুক করে মাছ ধরা ঝিলিক সাজে


আজকাল সময় পাওনা বুঝি চুল বাঁধার
তাই মাছরাঙাটা ঘুমিয়ে সময় কাটায়
হয়ত গভীর জলের শয‍্যা ছেড়ে
মাছগুলো আসতে চায় না ফিরে
তাগিদ নেই আর রূপালী আঁশ মেখে হাঁটায়....