নদীর স্রোতে মন হতে আসে নাকো কেউ,
অনিচ্ছা তে যোগ দিতে বাধ্য করে ঢেউ।
এই গতি করে সাথী অচেনা সবে,
না মিশে,সে কিসে একাকী যাবে?


স্রোতের মাঝে বাঁধা সাজে,অনেক গোপন,
মন খুলে,একা গেলে,বিপদ হবেই তখন।
তাই পথে ভাসতে ভাসতে তৃষ্ণার্ত মন,
দেখা পাবেই,একা এক বিপদ গামী জন।


এক সাথে এগিয়ে যেতে লাগেনা ভয়,  
বাঁধা তবে সরে যাবে,মিথ্যা কথা নয়।    
তবেই কষ্ট হবে নষ্ট,নিজেরা পাবে তৃপ্তি,
সাহায্য ছাড়া,একা কারা পেয়েছে মুক্তি?


এই স্রোতে যেতে যেতে,সঙ্গী হবে হাজার,
মনের মতো,হবে সে তো,স্মৃতি রবে যার।
বন্ধুত্ব এই ভাবে,এসে যাবে জীবনে,  
ব্যাথা যত,আর ক্ষত,রয়েই যাবে পিছনে।


কারন,
বন্ধুর দ্বার,খোলা সব বার,থাকে নিঃস্বার্থ,
অন্যায় কারী,লজ্জার ঘড়ি,পরেই তারা ব্যার্থ।
চোখ তুলে কথা বলার,সাহস নয় আর,
হাতে হাত, কুপোকাত করবে এবার।


আনন্দ,ফূর্তি,মশকরা কীর্তি চাই এ জীবন,
আপন যত,বন্ধুর মতো,নেয় কোনো স্বজন।
এগিয়ে যেতে,বড়ো হতে,নিত্য সঙ্গী সেই,
স্রোতে ভ্রমন,মানাই না তখন,বন্ধু যখন নেই।