দুটি ডানা মেলে আঁখি দুটি খুলে,
মনের স্বপ্নে মুক্ত আকাশে চলে।


মুক্ত বাতাসে উজাড় মনে প্রাণ খুলে,
দিগদিগন্তে মাঠে প্রান্তে উড়ে চলে।


হতাশার ছাপ মুছে স্বাধীনতার গান গেয়ে,
কিচিরমিচির শব্দ করে গাছে গিয়ে।


স্বপ্ন বুনে বুনে আকাশে মেলে ডানা,
কোথা যায়? কোথা আসে? তার অজানা।


কলতানে মধুর সুরে ছন্দে ছন্দে,
কিচিরমিচির আওয়াজ করে আনন্দে।


মনের সুখে উড়ে পাখি এই- স্বাধীনতা,
নিজের ভুলে কভু আবার আসে পরাধীনতা।


টিয়া, কোকিল, ময়না, শালিক দোয়েল ডাকি,
রং-বেরঙের অজানা আছে কতশত পাখি।