জানি জন্মালে মৃত্যু হবে সবার
তবে মৃত্যু নিয়ে আজব যে খেলা-
এটা ছিল অজানা মানাও যায় না
দেশ ও বিদেশে মৃত্যুর মিছিল-  
নিরব অবিরাম যেনো সমান তালে।
মসজিদের মাইকে মৃত্যুর এলাম
থামছে না কোনমতে থেকে দীর্ঘশ্বাস!
সোশ্যাল মিডিয়ার স্কল গুলো-
মৃত্যুর পোস্ট থেকে পাচ্ছে না মুক্ত।
একি খেলা চলছে যাচ্ছে না কেউ দেখতে
আপনজনেরা অশ্রুসিক্ত নিচ্ছি মুখ ফিরিয়ে।
বিনোদনের ক্রিয়া নৈপুণ্যের যে মিডিয়া
আক্রান্ত মৃত্যুই ঠাসা সুস্থতা যেন কৃপণতা-
পালিয়ে বেড়ায় ধনী দরিদ্র সবাই দিশেহারা
জীবন-জীবিকা আজ মিলেছে এক মালায়।
আগামী প্রজন্ম জানবে জোড়া কুড়ি সালের
মৃত্যুর স্কোরকার্ড পূর্বপুরুষ কে খুঁজে নেবে।।