আমি নিঃশ্বাস নিতে চাই বুক ভরে
নির্মল বাতাসে প্রাকৃতিক অক্সিজেনে-
এ আমার অধিকার স্রষ্টার আশীর্বাদ
ভালবাসার অকৃত্রিম দান ছিল স্রষ্টার।
বিজ্ঞানের অভিশাপ করোনাভাইরাস
স্রষ্টার বিধি-নিষেধ লঙ্ঘন জঘন্য পাপে-
মহামারীতে পৃথিবী করেছে নিরুপায় বরণ
কোটি প্রাণ আজ মৃত্যু নিমজ্জিত।
গুটি কিছু সভ্য নামক লোকের অকাজে
নিঃশ্বাসের আলো নিভে একে একে।
অজানা আতঙ্ক কি বিভীষিকা জীবনে,
ভালোবাসার শেষ বিদায় না দিতে পেরে-
স্রষ্টা তোমায় করো জোরে দিলাম বিচার
নিভে যাওয়া নিঃশ্বাসে দিও তুমি সহজ নাজাত।।