অভিনেতা আমি, শান্ত স্বভাব আর
সয়ে যাওয়ার অসীম ক্ষমতা আমার রক্তে।
যখন পাঁজর ভাঙে,
চোখে জল আসে, তবু
দূরে থাকি উফ শব্দটি থেকে।
পাঁজর ভাঙার মড়মড় স্বরে
খোঁজে পেতে চাই প্রেমময় সুর।
মনিব ভক্ত গোলামের মতো
লাথি উপহারে আশীর্বাদ খুঁজি। কারন
গোলামের রাগ থাকতে বারণ।


প্রতিবাদ! সে তো বহুদূর কথা
চোখে জল আসে এই ঢের বেশি।
দাস প্রথা গেল বহু যুগ আগে
সভ্যতার রথ ছুটে গেছে বহুদূর।  
দাসের রক্ত বয়ে চলে তবু আমার শিরায়;
তাই মনিবের কথা অমান্য করে
ঘাড় উঁচু রেখে বাঁচার সাহস নেই।
শত আঘাতেও শুধু
জিভে দাঁত চাপি। কারন
গোলামের রাগ থাকতে বারণ।