কোটিতে শতক যার
সে কি আর জানে ক্ষুধার কি জ্বালা?
কৃষানেরা জানে ফসলের গান;
বীজ থেকে ফল হয়ে উঠা আর-
মায়েরা কেবল জানে প্রসবের ব্যথা।


পৃথিবী এগিয়ে চলে সময়ের স্রোতে,
দিন আসে যায়;
শূন্য থালায় ভিক্ষা জুটে না;
ভাঙ্গা কুলুতে ছাই জুটে শুধু।
কৃষাণীর হাসি লুটে পুটে নেয় ধনী বণিকের দল।
সুযোগের কাটা ঘুরে ফিরে আসে প্রাসাদের দিকে।
উড়ু চুলে তেল বৃথা।


ক্ষুধার দানব যার নাড়ি ছিঁড়ে খায়
তার ব্যথা সেই বুঝে
আর বাকি সব শুধু অভিনয়।
হাতের পরশ যারা বুলিয়েছে চিলেদের গায়
এ তাদের কর্ম নয়।