মুখে বলা সহজ যতো
কাজের বেলায় নয়'কো ততো
সুযোগ পেলে ইচ্ছে যেমন সবাই কথা বলে,
কতো জনে ফকির হবে
ভিক্ষা করে জীবন যাবে
ফালতু কথার বিপরীতে খাজনা যদি চলে।


এইটা পারি ঐ টা পারি
বলতে গেলে কোনটা ছাড়ি
নামলে কাজে যায় যে বুঝা যোগ্যতা কার কতো,
বদলে তখন চলার গতি
কণ্ঠ থাকে কোমল অতি
কেউবা আবার সুযোগ বুঝে পালায় ছুঁচোর মতো।


ক'দিন যেতেই আবার দেখা
পুরনো সেই হাসির রেখা
পথে ঘাটে ভিড় জমানো কথার দোকান খুলে,
নিজের গরব নিজেই করে
জ্ঞানীর মালা আপনি পড়ে
কথার ভেলা দেয় ভাসিয়ে ঠিক আগের-ই মতো।