জন্মিলে ভবে মরিতেই হবে
নিশ্চই একদিন,
কি কারণে তবে ছুটে চলে সবে
উন্মাদ পথহীন?
কেন বল মিছে দুনিয়ার পিছে
দিন-রাত ছুটে চলা,
সব কিছু ভুলে মিছে মোহে দোলে
হতাশার তাপে জ্বলা?
না চাহিলে প্রভু হয়নাতো কভু
জগতের কোন কাজ,
ক্ষয় করে প্রাণ কেন তবে দান
ভালোবাসা-অভিশাপ?
অর্থের জোরে পৃথিবীর পরে
কোন জনে পেল ঠাঁই?
কোন জনে বল চিরজীবী হলো
নশ্বর এ ধরায়?
ভুলে মিছে আশা মোহ ভালোবাসা
সৎপথে দাও মন,
এনে দিতে আলো দূর করে কালো
লড়ে যাও আমরণ।