তুমি আমার কাব্য জুড়ে ছন্দ ছিলে
ছিলে আমার জীবন গানের সুরের ধারা,
তুমি আমার মন বাগানের ভ্রমর ছিলে
বসন্ত রাগ শোকের বিলাপ তোমায় ছাড়া।


তুমি আমার চলার পথের বৃক্ষ ছিলে
ছিলে আমার চৈত্র দিনের শীতল ছায়া,
তুমি আমার মাঘের কুসুম রৌদ্র ছিলে
মরুর বুকে জলের ধারা তোমার কায়া।


তুমি আমার ভোরের প্রথম শিশির ছিলে
ছিলে আমার ফাগুন দিনের কৃষ্ণচূড়া,
তুমি আমার বর্ষা ফোটা কদম ছিলে
ছিলে আমার হৃদয়পুরে সুখ অধরা।


তুমি আমার দিঘল বিলে পদ্ম ছিলে
ছিলে আমার শরৎ দিনের কাশের সারি,
তুমি আমার পাথর ভাঙা দু:খ ছিলে
ছিলে আমার শ্রাবণ দিনের মেঘ আধারি।


তুমি আমার জীবন জুড়ে সবই ছিলে
আমি তোমার ছিলাম কি আর মনের কোণে?
তুমি আমার রাত্রি জাগার কারণ ছিলে
তুমি আমার ভাবনা সদা সংগোপনে।