বিড়াল ছানা দিয়ে হানা
করল দখল খানিক রুটি,
কে পাবে তার কতোখানি
এই বিবাদে ভাঙল জুটি।
সুখে দুখে থাকত যারা
আগলে একে অপর জনে,
সেই দু’জনে ভাগের হিসাব
নিচ্ছে না আর আজকে মেনে।
বাঁদর এল এই সুযোগে
বিচারকের আসন জুরে,
মাপের কাঠি ধরল তুলে
আস্ত রুটি দুদিক ছুড়ে।
যখন যেদিক হচ্ছে বেশি
সেদিক থেকেই কামড়ে খেয়ে,
রুটির ওজন অবশেষে
ক্ষুদ্র অতি ঠেকল গিয়ে।
বলল তখন বিড়াল ছানা
নিজের কপাল নিজেই ঠুকে
আপন জনে বিবাদ করে
অবশেষে গেলাম ঠকে!
(ইশপের গল্প অবলম্বনে)