ওদের পাড়ার ছেলেগুলি সবক'টি গর মেজাজি
মুখের কথা বললে উঠে ক্ষেপে,
দু'চারটা ঢিল মারলে ছুঁড়ে ওদের গায়ের উপরে
দল পাকিয়ে ধরতে আসে ঝেঁপে।


আমরা তো আর ওদের মতো ছোট লোকের বাচ্চা নই
সটান হয়ে দাঁড়িয়ে র'ব সেথা,
ঝগড়া করার বিন্দু খানি ইচ্ছাটি নেই হৃদয়ে
তাইতো ছুটি দু'চোখ বলে যেথা।


ওদের মতো থাকতো যদি ঝগড়া করার ইচ্ছাটি
যেতাম কি আর খেলনা ওদের রেখে?
ওদের ভাঙা খেলনা দিয়া ওদের মাথা ভাগ করে
রক্ত দিয়ে রাস্তা দিতাম মেখে।


এই পাড়াতে অলিগলি ভদ্র লোকের বসতী
আমরা সবে ভদ্র লোকের ছেলে,
আগ বাড়িয়ে ঝগড়া করা সাজে না তাই আমাদের
হাত নাড়া দেই সুযোগ কভু পেলে।