অধিকার-                          ০৬/০৭/১৫
মুছাদুল ইসলাম


অধিকারের প্রশ্ন জাগে‚
অধিকার কি রাখি?
এই ভাবি কাল করব মিছিল;
কাল ভাবি থাক বাকি।
দেশদ্রোহী হওয়ার স্বপ্ন জাগে-
কাল হয়ে যায় বাসি।
অবাক করলে আমায় বিশ্ব‚
নিজ দেশে অভিবাসী।


অধিকারের প্রশ্ন জাগে‚
টোকাই কেন রাজপথে?
রণবীর নই 'রনবী' হয়ে
মিছিলে যাব সাথে।
জারজ কেন জারজ হল‚
এদের আছে কি অধিকার?
বাবুরাও আজ নিশ্চুপ কেন?
নিতে হবে পাপের ভার।


অধিকার! অধিকার!
অধিকার কি রাখো
হে মুগ্ধ-মাতৃভূমি?
তবে বাবু কেন আজ
করছে গ্রাস
উপেনের দুই বিঘা জমি?


অধিকারের প্রশ্ন জাগে
তাই অধিকার লিখে যাই।
আমার এ বাণী ঝাঝালো স্লোগানে
একদিন পাবে ঠাঁই।
জারজ‚টোকাই‚অসহায় যারা
একদিন নেমে যাবে রাজপথে।
হে মহাকাল‚ খুঁজে নিও আমায়‚
আমিও ছিলাম সাথে।