মৃত্যু-উপত্যকায় এক রাজন     ১৩/০৭/১৫
মুছাদুল ইসলাম


অতঃপর এ যেন তোমার মৃত্যু নয়।
এ আমাদের বিবেকের মরদেহ;
যা প্রত্যহ শ্বশানে জ্বলে জ্বলে
কয়লার স্তূপ হয়ে জমছে সমাজে।


তোমার যে হাতে কলম দিতে পারিনি‚
সে হাতে তুলে দিয়েছি চুরির বিদ্যা।
অতঃপর তোমাকেই আবার হত্যা করা হল চুরির দায়ে।


তবু এ যেন তোমার মৃত্যু নয়।
এ আমাদের বিবেকের মরদেহ।
আমাদের বিবেক তোমার জন্য সেদিন
একটুও কাদেনি।
এ যেন বিবেকের অজস্র মরদেহ
যার দুর্গন্ধ প্রত্যহ নিশ্বাসে মিশে যায়
এই মৃত্যুর উপত্যকায়।