অবশেষে তুমি এলে
মুছাদুল ইসলাম


অবশেষে তুমি এলে।
অবশেষে তুমি ফিরে এলে
আমার অলিখিত কবিতার শিরনাম হয়ে।
অবশেষে তুমি যেন এলে কোনো বিমূর্ত অপ্সরা বেশে।
তবু তোমাকে বর্ণনা করার মত দুঃসাহস এল কোথা থেকে আমি জানি না।
যদি বল ভালোলাগা-ভালবাসা,
ঐ শব্দগুলো লেখকদের কাছে বড্ড আপেক্ষিক।
ডিক্সনারী আবদ্ধ চার অক্ষরের একটি শব্দ মাত্র।


অবশেষে প্রথম যেদিন এলে,
সত্যি বলছি, তোমার লাল ঠোট, চিবুক কিছুই আমাকে মোহিত করেনি।
অতঃপর তোমার ফ্রেমে বাধা চশমার আড়ালে ঐচোখে যখন চোখ পড়লো,
তখন বুকের বাম পাশে-যেখানে হৃদয় থাকে,
সেখানে এক অস্থির ব্যকুলতা
সমুদ্রের সফেন জলের মত বার বার আছড়ে পড়ছিলো।
তোমার সে চোখে ছিল এক অনন্য মানবীয় যাদু,
যে যাদু থাকে না কোনো মনিষীর লেখনীতে,অথবা তোমার, আমার, আমাদের চোখে।


অথচ সেদিনও হাদিস পারকে বন্ধুদের আড্ডায় অথবা বাস্তুহারার লেকে একাকীত্বের অবসরে তোমাকে খুজিনি।
উপন্যাসের কোনো এক নাটকীয় অভিসারে তোমাকে খুজিনি আমি।
তবু অবশেষে তুমি যখন এলে,
শুধু শিরনামে নয়, অসমাপ্ত  কবিতার শেষ লাইনেও তুমি থেকো।