টাইম বুঝে যাচ্ছি কাজে
মস্ত বড় অফিসার,
ইচ্ছে হলে ফিরছি ঘরে
কীসের বলো ঘড়ি আর?


কলম দিয়ে লিখছি কী যে
যাই না পড়া কিছু তার,
মাসের শেষে বেতন পাই
গুনতে লাগে শতবার!


ফাইল গুলো কাফন-গিটে
দিচ্ছি মাটি কবরের,
টাকা পেলেই কবর খুঁড়ে
দিচ্ছি হাসি অধরের।


দিন কী দিন বাড়ছে দেখো--
বড় মুখের বোয়াল-হা,
বস্ যে আমি এ অফিসের
করবে বলো কে সুরাহা?


রাজনীতির মুখোশ প'রে
চাকরি করি নেতাদের,
কেমন করে তাকাই আমি
মুখের পানে ব্যথিতের?


মানবতার বিবেক বোধে
নেই কো জানি কোন জ্ঞান,
কীসের জাতি,কীসের দেশ
কীসের মান-অপমান?