উত্তরাধিকারীই ছিলাম বটে
অথচ মা তুই, একী আগুনে পোড়ালি
তোর সোনার সংসার !
লোকে আজ পিতৃহীন ডাকে....
বল্ মাগো ! এখন কোথায় যাই ?


দুগ্ধহীনাও তো ছিলিনা কখনো তুই ।
পূর্ণস্তন্য দুধের ধারায় যে আমাকে এতকাল
করেছিস স্নেহের লালন--হায় !
সেখানেও দেখি মা তোর কঠিন কারফিউ।


আজ তবে---
অকুল পাথারে ভাসাতে দে আমার এ ঘর
আমার আকাশ, আমার বাতাস....
বিদ্রোহী হবনা, এই নে দিলাম দস্তখৎ
এখন আমার কেউ নেই....কিছু নেই....।