কবিতা তোমার জন্য--
অ-ঘুম রাতের ফলবতী এক
স্বপ্ন-বৃক্ষের যমজ ডালে
চোখ ছুটে যাই !


কবিতা তোমার জন্য--
খাঁ-খাঁ,নিস্তব্ধ চৈত্রের দুপুরে
আকাশময় বৃষ্টির রিনিঝিনি সুরে
মন নেচে উঠে !


কবিতা তোমার জন্য--
দীঘল শীতের হাড়-কাঁপানিয়া রাতে
কাঁথা-মুড়ি কম্বলের উষ্ণ ওমে
মন ফিরে যাই অতৃপ্ত শৈশবে !


কবিতা তোমার জন্য--
বারুদ-গন্ধের বিষাক্ত কার্বন-নীলে
হাপর-দোলায় দোলায়িত ফুসফুস
এক টুকরো সতেজ অক্সিজেন চাই !


কবিতা তোমার জন্য--
কালো পিচঢালা রাজপথে এলেই কেন যে
রবীন্দ্রনাথের "রাঙা মাটির পথে"
ফিরে যেতে ইচ্ছে করে…
খুব ইচ্ছে করে !


কবিতা তোমার জন্য--
অনাবিল শব্দের পাখিরা
উড়ে এসে আমার ঘরের
ঝুল বারান্দায় দোল খায় !


কবিতা তোমার জন্য--
পাঠশালা পলায়ন
কান ধ'রে উঠ-বোস আর
মান্নান স্যারের হাতে
না-পঠিত বেত্রের দহন !


কবিতা তোমার জন্য--
রাতহীন,দিনহীন
ঘুমহীন একা নৈঃশব্দের দেশে
নিরুদ্দেশ এই পথচলা…


কবিতা তোমার জন্য--
সূর্য উঠে,চাঁদ হাসে
ফুল ফুঠে,পাখি গাই,
নদী ছুটে যায় নিরুদ্বেগ
সুদূর সমুদ্র-নীলে !


কবিতা তোমার জন্য--
দেখ,উদাস বাউল কবি এক
প্রতিশ্রুতিহীন ভাবছি তোমাকে
শুধু তোমাকেই…