অযুত নিযুত শত সহস্র বছর
কেটেছে এখানে কত কাল-মহাকাল,
মহারাজ,মহাজন,আর জমিদার
কাল-স্রোতে লুপ্ত তাঁরা,সাক্ষী নদী-জল।
এখানে এসেছে কেউ প্রেম-বিপণন
প্রিয়তমা মানসীর প্রমোদ বিহারে,
কত মান অভিমান,অভিসারী মন
হায়! সবি তো ডুবেছে জলজ-আধারে।


আজ আমি আছি,তুমি আছ পাশে
তরঙ্গাভিভূত নদী ছুটেছে সবেগ,
পটে আঁকা এই ছবি মুছে যাবে শেষে
মিশে রবে জলে শুধু মনের আবেগ !
এসো তবে,এ নদীকে প্রণতি জানাই,
আসে যদি মৃত্যু-ক্ষণ,পাই যেন ঠাঁই !!


♣ছন্দ:অক্ষর বৃত্ত।


(মহানন্দা,আম-রেশমের দেশ চাঁপাইনবাবগঞ্জ জেলার ছোট্ট একটি নদীর নাম।আকারে ছোট্ট হলেও ইতিহাস-ঐতিহ্যের দিক থেকে এটিই অত্র জেলার প্রধান নদী। এই নদীর অববাহিকায় গড়ে উঠা "চর ধরমপুর (চর)" নামক ছোট্ট এক গ্রামের ছোট্ট এক কূটিরে আমার জন্ম। বলা চলে,আজন্মই আমি এই নদী ও নদীর প্রাকৃতিক সৌন্দর্যের প্রেমে অন্ধ !
না,প্রেমের প্রতিদান হয়না,প্রতিদান দেয়া সম্ভবও না।
শুধু এক প্রকার জন্ম-দায়বদ্ধতায় আমার এই ক্ষুদ্র প্রয়াস।যদি কারও সামান্যতমও ভাল লাগে,স্বীয় শ্রম স্বার্থক মনে করব।)