পূর্ব কী পশ্চিম,উত্তর কিংবা দক্ষিণ অথবা-
ঊর্ধ্ব-অধঃ যেদিকেই বল- আমি সেদিকেই মুখ রেখে
পৃথিবীর সবচেয়ে পবিত্র নামের কসম খেয়ে বলছি--
আমি প্রথমত ভালবাসি জন্মদাত্রী মাকে
দ্বিতীয়ত ভালবাসি মাতৃভূমি
তৃতীয়ত ভালবাসি এ মাটিকে।
চতুর্থত-পঞ্চমত-অযুত-নিযুত
আদি-অনাদিক্রমিক সংখ্যানুপাতের কসম
আমি ভালবাসি শুধু মাটিকেই !


কসম আদম-হাওয়ার--
পৃথিবীর আদি মানব-মানবীর প্রণয় ঈপ্সিত
পবিত্র দৃষ্টির চেয়ে থাকা অপলক সেই
মাহেন্দ্রক্ষণের কসম !
কসম ইউসুফ-জোলেখার--
নারী-লগ্ন রাহুর করাল গ্রাসে হতচকিত যুবক
পলায়নপর ইউসুফের আর্তচিৎকার, অতপর-
পবিত্র নামের আহ্বানে খুলে যাওয়া প্রাসাদের
সবকটি রুদ্ধ দরজা ও বাতায়নের কসম !
কসম শ্রী-ফরহাদ,লাইলি-মজনু,আর যত
পৃথিবীর বিশুদ্ধ প্রণয়োপাখ্যানের- আমি ভালবাসি
এই প্রেয়সী মাটিকে !


এই দেখ,সেজদাবনত অন্তর আমার
দেখ,ধূলিত' মাটির বুকে ধূসরিত' দেহ
দেখ,"মাটি-মাটি-মাটি" তাসবিহ্ মুখে
আকুল আত্মার করুন রোদন…


প্রণয় অথবা পাগলামি,
দৌরাত্ম্য অথবা দুঃসাহস যা-ই বল
আমি ভালবাসি মাটিকেই
ভালবাসি এ দেশকে
মানুষকে
মাকে……!!