আমার তো সই! সেই ফুটো পয়সাও নেই,
লোকে যাকে বলে "কানাকড়ি"
তবে বলো, কোন পণ্যে কিনি তোমার মহার্ঘ প্রেম?
অথচ, এমন চাহে তোমাকেই করি জীবনের ধ্রুব তারা।
ও মুখের কনক-বিচ্ছুরিত হাসির ব্যাঞ্জনায়
স্থবির, অনন্তকাল কাটিয়ে দেই...


আহ্! যদি এমন হ'তো, আলাদীনের চেরাগবাহী
সেই বিশাল দৈত্যের সবাধ্য প্রভু হতাম!
আকাশ-বিশাল সোনার পাহাড় গড়ে বলতাম তবে--
এই নাও তোমার কাবিন,
নাও, হৃদয়ের প্রতিদান।


প্রেম! তোমাকে দিলাম ছুটি,
বস্তুত, ক্ষুধার রাজ্যে নারীও গদ্যময়
নারীও পূর্ণিমার চাঁদ-ঝলসানো রুটি !