সে আমার কেউ নয়
তবু, সে আমার সব,
সে আমার সুখ-চিরঞ্জিত
দুঃখ-পরাভব।


সে আমার প্রেম-পরিণয়
বিরহী বৈভব,
সে আমার উচ্ছাসী যৌবন
বার্ধক্য, শৈশব।


সে আমার আষাঢ়়, শ্রাবণ
শীত-উৎসব,
সে আমার ফাগুনের গান
বসন্ত-ভৈরব।


সে আমার জাগরিত ক্ষণ
ভাবনা নীরব,
সে আমার প্রখর দুপুর
নিশিথিণী-শব।


সে আমার সুনীল আকাশ
পাথার-প্রণব,
সে আমার ধূ-ধূ বালুচর
শ্যামলিমা ভব।


সে আমার স্বাধিনতা-সুখ
মুক্তির গৌরব,
সে আমার কামিনী-কন্টক
পুষ্পের সৌরভ।


সে আমার না-বলা কথার
লুকায়িত ভাব,
সে আমার কবিতার খাতা
কবি অনুভব।।