ঠিক আছে, নরকেই যাব আমি
যদি সেখানে তোমাকে পাই,
নন্দিতা! স্বর্গের লোভ নেই
(হুরীদের প্রলোভনে) যদি তোমাকে হারাই।


আহা! অভিমানে কেন একা দাঁড়িয়ে ওখানে ঠাঁই?
তুমি-হীনা আমি নেই; স্বর্গ-নরক সে তো দূর ছাই!