কেন ফুরিয়ে আসে যে বেলা,
দেহ রেখে আত্মার অবহেলা,
ভেবে ভেবে কাঁদে মোর প্রাণ,
শায়িত দেহে আহা নেই প্রাণ!


কেন যে এমন হয় জীবনের শেষে,
প্রতিটি মানুষ ক্রমে মাটিতে মেশে,
দেহ তার পঁচে গিয়ে জন্মেছে ঘাসগুচ্ছ,
বিধাতার খেলা কেন আয়নার মতো স্বচ্ছ?


অহংকার-হিংসায় কেটেছে যার বেলা,
যুদ্ধ করেছে,রক্তে শোভিত হলে খেলা,
অতঃপর গেয়ে উঠে প্রেমময় গান,
মানুষ কেবল সত্য অথবা সে মহান।


কথাগুলো মিথ্যে নয়,জয়-পরাজয় বাস্তবিক।
অর্থে বিত্তে পাপে মত্ত মানুষ এখন সঠিক।


ভাবে কখন হবে বিচার,ঘরে অনাচার,
রাস্তায় ধর্ষণ,কবিতার আর্ত চিৎকার,
প্রেমিকার অবহেলা,যুব মনে ধিক্কার।


নিতে চায় মর্ত্যে সে ভীষণ প্রতিশোধ,
অতঃপর মনে জাগে মানবতা বোধ,
তাই তো সে ঘোষণা করে অহেতুক ক্ষমা,
শাস্তি যোগ্য মানুষের দল কেবল হাসে,
টাকা কড়ি দিয়ে কিনে ফেলে ইজ্জতনামা,
বাতাসে ছড়ায় গন্ধ আধুনিক ক্রীতদাসে।