এক যে ছিল মায়াবতী
কি দারুণ রূপ,
রাজ্যপাট গেল ধসে
তবুও সে নিশ্চুপ।


চিত্রকর আঁকছে ছবি
বিচিত্র বাহার,
তাকে যে দেখতে আসবে
বঙ্গ রাজকুমার।


কয়েকশত ঘোড়ার গাড়ি,
সঙ্গে শতেক ভৃত্য,
রাজকুমারী দেখছে বসে
নর্তকীদের নৃত্য।


নর্তকীরা গেল সরে,
রাজকুমারী অপরূপ,
তা দেখে বঙ্গকুমার
বড়ই নিশ্চুপ।


রাজকুমারী ও রাজকুমারী
কোথায় তুমি থাকো,
রাজকুমারের মনে
কেন প্রেমের পদ্য লেখো?


রাজকুমারী বলল ডেকে,
ও সেনাপতি,
এই যে দেখ বঙ্গকুমার
বন্দি করো অতি।


রাজকুমার বললেন ডেকে,
আমি যে বঙ্গকুমার।
বন্দি করো!সেনাপতি!  
দেখি কি সাহস তোমার।


যুদ্ধ তখন গেল বেঁধে
জয়ী বঙ্গকুমার বীর,
সেনাপতি, ভয়ে ভয়ে
মাটিতে লুটায় শির।


রাজকুমারী, হাসে দেখো
কি তার রূপের বাহার।
যুদ্ধজয়ী বঙ্গকুমার
বলেন, চমৎকার!


অবশেষে বিয়ে হলো
রাজকুমারী রাণী,
রাজকুমার হলেন রাজা
সে ইতিহাস জানি।