চারটি শব্দের একটি বেদনার গল্প
শুনবে নীলিমা?
ক্রমশ নীল হচ্ছে এই হৃদয় সীমা।
অনন্তকালের কাছে
মিলে গেছে মহান সৌন্দর্য তোমার।


সেদিন তুমি তাকিয়ে থেকো
নীরব নিঝুম সে আমার কবরে,
তুচ্ছ আশা এতটুকু
কেবল
এক মুহূর্তের জন্যে
তার চেয়েও স্বল্প সময় যদি পারো
দেখে এসো কি তুচ্ছ আমি!


গোলাপফুলের মঞ্জরি শুকিয়ে গিয়েছে,
এখানে ধূলোয় দলিত ফুলের মালা,
কীটে ভর্তি আমার কবরের কাছে তুমি যেওনা।


যেখানে আমার দেহ
গুড়ো মাটির অন্তরালে
প্রতিনিয়ত ধ্বংসিত
বাস্তুতন্ত্রের উপাদেয় খাবার,
সে মূল্যহীন আমিকে
তোমার কখনো ভালোবাসতে হবে না।


সেদিন তুমি বলেছিলে,
তোমাদের বসন্তের সংসারে কবি ও কোকিলের কোনো প্রয়োজন নেই,
সে কথা ভেবে ভেবে প্রিয় আর কেঁদো না।


চারটি শব্দের একটি বেদনার
গল্প শুনবে নীলিমা?
সেই নিস্তব্ধ সময়ের কাছে,
সে কি বেঁচে আছে স্বপ্ন নিয়ে,
সে কি বেঁচে আছে?