বাসা হতে ঢাকা
একশাে মাইল দূর,
একটি বাসে দশেক মানুষ
যাত্রা দুপুর।


হঠাৎ করে লাফিয়ে উঠি
সময় এখন আটটা,
আড়মােড়া যে গেছে ভেঙে
পড়ে থাকে খাটটা।


এখন আমি উঠবাে বাসে,
বাসটি নয়তাে দূর,
একটি বাসে দশেক মানুষ
যাত্রা দুপুর।


বাসটি এখন চলছে পথে
বাসের হরেক কান্ড,
হঠাৎ করে দুলে উঠে
হঠাৎ গতি চন্ড।


হঠাৎ করে তরতরিয়ে ছুটে,
একটু পরেই লাফিয়ে সে উঠে,
দুপাশে তার বইছে পূবের হাওয়া,
দূরের পথে সামনে আসা যাওয়া,
ওপারেতে ট্রেন চলেছে,একি!
বাস চলেছে, বাস চলেছে, বলবে কি?


হঠাৎ করে উড়ে এলো
ঘুমপাখির খাম,
বাস চলেছে,বাস চলেছে,
সামনে অনেক জ্যাম।