একটি কবিতা নতুন শব্দে
লিখেছিল তার নাম,
স্বভাব অন্ধ,হৃদয় বন্ধ,
প্রাণহীন চিঠির খাম।


একটি কবিতা নতুন ছন্দে
রচিল আপন প্রাণ,
স্বভাবে ছন্দে,ফুলের গন্ধে
মাতাল নওজোয়ান।


একটি কবিতা অপরূপ রূপে,
সজ্জিত এক ফুল,
একটি কবিতা নতুনত্বের টানে,
বিন্যস্ত মায়া চুল।


একটি কবিতা বন্দি খাঁচায়
পাখিদের ঝাপটানি,
একটি কবিতা তিক্ত স্মৃতির
মায়াহীন হাতছানি।


একটি কবিতা প্রেয়সীর কাছে
আহ্লাদে আটখানা,
একটি কবিতা ফাঁসির কাষ্ঠে
আসামীর যন্ত্রণা।


একটি কবিতা উন্নত শির,
আরেকটি অবনত,
একটি কবিতা বীরের রক্ত,
দুখিনী মায়ের ক্ষত।


একটি কবিতা বড়ো সুন্দর,
ঘুম পায় আদরে,
একটি কবিতা বড়ই অবাক,
চুল ধরে আছাড়ে।


একটি কবিতা সূর্যের আলো,
আরেকটি অন্ধকার,
একটি কবিতা আবেগের মেঘ,
অভিমানের পাহাড়।


একটি কবিতা মুগ্ধ স্মৃতির
বন্ধ ডায়েরি,
একটি কবিতা নতুনের গান,
কাব্য কাকলি।