আমি আজ অবধি তাকে খুঁজে পাইনি,
আমি আজ অবধি তাকে খুঁজে পাইনি,
হয়তো বা পেয়েও পাবো না কোনোদিন,
হয়তো বা পেয়েও পাবো না কোনোদিন
পৃথিবীর সব দুঃখ নেচে যায় রিনঝিন।


কোনো এক বিকেলে যদি তার কথা মনে
না পড়তো,
তবে কি প্রিয় খুব ভালো হতো না আমার,
কথা সত্য?


বৃষ্টি বাদলে ঝরঝর করে
আজ চোখের কিনারে,
ও প্রেম,নেমে এসে
আঘাত করো হৃদয় পাথরে।


আমার শব্দ বন্দি এখন,
বন্দি যে কারগারে,
হৃদয়ে লেগেছে ফাগুন আগুন,
ভীষণ অত্যাচারে।


তবে কি আজ তার কোনো সলিউশন নেই,
আর কতবার থাকবে হৃদয় মিষ্টি হাসিতেই,
এখন তো সময় এসেছে নতুন করে বাঁচার,
কি আর লাভ হবে প্রিয়, মিথ্যে এ সাজার!